রাজবাড়ীতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন ও ২ ব্যবসায়ীকে জরিমানা
- প্রকাশের সময় : ০৭:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / 519
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন ও স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল কোর্টে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে রাজবাড়ী শহরের হাসপাতাল রোডে ও খলিফা পট্টি একালায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্য বিধি না মানায় দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১টি ফার্মেসী মালিককে ১ হাজার টাকা ও ১টি মনোহারী দোকান মালিককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে কিছু মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম এবং পেশকার আফতাব উদ্দিন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।