ডায়রিয়া রোগীর চাপ বাড়ছে বালিয়াকান্দি হাসপাতালে
- প্রকাশের সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১২২৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে কয়েকদিনের ভ্যাপসা গরম, টিউবয়েলে পানি না উঠায় বিশুদ্ধ পানির অভাব থাকার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে বেশির ভাগ রোগী ডায়রিয়ায় আক্রান্ত।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে খোজ নিয়ে জানাগেছে, গত তিন দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২জন। প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেছেন শতাধিক রোগী। বেশ কিছুদিন ধরে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা।
বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ৩মাস ধরে টিউবয়েল গুলোতে পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। তবে এ থেকে বিকল্প পথ বেছে নিতে মানুষ জল মোটর ও তারা টিউবয়েল স্থাপন করছেন। টিউবয়েলে পানি না থাকার কারণে মানুষ বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফারুক হোসেন বলেন, বিশুদ্ধ পানির সংকট ও আবহাওয়ার কারণে এ সময়ে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। এ কারণে সকলকে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে।