কেমিক্যাল মিশিয়ে গরুর মাংসে তাজা রক্ত দেখানো হতো
- প্রকাশের সময় : ০৬:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / 189
জনতার আদালত অনলাইন ॥ রেড অক্সাইড নামক এক ধরণের কেমিক্যাল মেশানো হতো গরুর মাংসে। এতে মাংস সতেজ ও লাল রক্তের মত দেখাতো। শুক্রবার রাজবাড়ীর মাংস বাজারে অভিযান চালিয়ে এমনই এক ব্যবসায়ীকে জরিমানা করেছে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই ব্যবসায়ীর নাম রফিক বিশ^াস। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলা এলাকায়।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান,মাংসে কেমিক্যাল মেশানোর অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওজনে কারচুপি না করা এবং ভুরির সঙ্গে পানে না মেশানোর জন্য বাজারের অন্য সব ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এছাড়া সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে এলপি গ্যাসের দাম বেশি নেওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ১৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রং মিশ্রিত ৪.৫ কেজি মাংস ও বোতলে অবৈধ রং রেড অক্সাইড জব্দ ও ধ্বংস করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। সহযোগিতায় জেলা প্রশাসন, রাজবাড়ী সদর উপজেলা পুলিশ প্রশাসন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিক এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্য। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।