রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে নিরলস কাজ করছে পুলিশ
- প্রকাশের সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / 447
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিন ভোর থেকে রাজবাড়ী জেলা পুলিশ ৫টি উপজেলার গুরুত্বপুর্ণ হাট-বাজার, প্রবেশপথ, সড়কে সার্বক্ষনিক টহল জোড়দার করেছে।
বিনা প্রয়োজনে কোন গাড়ী, মানুষ বের হলে তাদেরকে পুলিশের জেরার মুখোমুখি হতে হচ্ছে। তবে কোন চাপ প্রয়োগ নয়, মানুষ বুঝিয়ে ঘরে ফেরানোর কাজ করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসী ছাড়া বাকি সবধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ীদেরকেও লকডাউন বাস্তবায়নে সহযোগিতা করে দেশ ও মানুষের কল্যানে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে।
রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে পুলিশের দায়িত্ব পালন সার্বক্ষনিক তদারকি করেছেন রাজবাড়ীর পুুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী, পাংশা থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা লকডাউন কার্যকরে মাঠে অবস্থান করছেন। ফলে লকডাউনের দ্বিতীয় দিন অনেকটাই কার্যকর হয়েছে।