রাজবাড়ীতে আরও ৩১জন আক্রান্ত করোনায়
- প্রকাশের সময় : ০৬:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / 566
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলাতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩১জন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন শনিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত ৩১ জন। গত ১৫ এপ্রিল ১ টি নমুনা পাঠানো হয়। একটিই পজিটিভ। গত ১২ ও ১৩ এপ্রিল ১০৩ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৩০ জন। সদর উপজেলা ১৫ জন (প্রেরিত নমুনা ৫৯ টি), পাংশা উপজেলা ৫ জন (প্রেরিত নমুনা ১৬ টি), বালিয়াকান্দি উপজেলা ৬ জন (প্রেরিত নমুনা ১৪ টি), গোয়ালন্দ উপজেলা ৪ জন (প্রেরিত নমুনা ১৪ টি)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৮৭২ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১২১ জন, পাংশা উপজেলা ৮৫৪ জন, কালুখালী উপজেলা ২৪৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৪ জন )। সুস্থ ৩৫৩২ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯১৮ জন, পাংশা উপজেলা ৭৭০ জন, কালুখালী উপজেলা ২৩৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৮০ জন )। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )। হোম আইসোলেশনে চিকিৎসারত ২৯৪ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৭৫ জন, পাংশা উপজেলা ৭৩ জন, কালুখালী উপজেলা ৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৯ জন, গোয়ালন্দ উপজেলা ৩২ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১০ জন( সদর ৮ জন,পাংশা ২ জন)।