লকডাউনে নীরব শহর
- প্রকাশের সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / 204
জনতার আদালত অনলাইন ॥ করোনা সংক্রমন রোধে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে সরকারের নির্দেশ বাস্তবায়নে রাজবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।
বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়কে চলাচলরত পন্যবাহি ট্রাক, প্রাইভেটকার, মোটর সাইকেল, অটোরিক্সা সহ সাধারন মানুষের ঘরের বাইরে অাসার কারণ জানতে চাওয়া হয়। পড়ে বালু বহনের দায়ে একটি ডাম্প ট্রাককে জরিমানা ও অন্যান্যদের সতর্ক করে বিনা কারণে বাইরে না অাসতে নিষেধ করে ফেরত পাঠানো হয়।
দেশের গুরত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে পারের অপেক্ষায় অাটকা পড়েছে দুই শতাধিক পন্যবাহি ট্রাক ও কিছু ব্যাক্তিগত ছোট গাড়ি। তবে প্রশাসনের অনুমতিক্রমে লাশবাহি ও জরুরী রোগী বহনকারী এম্বুলেন্স পারাপার হচ্ছে সীমিত সংখ্যক ফেরি দিয়ে।
ডাক্তারের কাছে অাসা, বাজার করা সহ নানা অজুহাতে রাস্তায় কিছু মানুষকে ঘুরতে দেখা গেছে। শহরে খোলা রয়েছে ওষুধ ও ফলের দোকান। এছাড়া শহরের বিভিন্ন সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে বাঁশ বাঁধা ও কিছু কিছু স্থানে অন্যান্য দোকান খোলা রাখতে দেখাগেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে গুরত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সড়কে বের হওয়া যানবাহন ও জনগণকে জিঞ্জাসাবাদ করছেন। এ সময় নানা অজুহাতে অনেকে বাইরে অাসছে। যাদেরকে অাবার তারা ফেরত পাঠাচ্ছেন। অনেকে কয়েকমাস অাগের প্রেস্ক্রিপশন নিয়ে রাস্তায় বেড়িয়েছেন, যাদেরকেউ নিরুৎসাহিত করছেন এবং লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।