রাজবাড়ীর ২ উপজেলার ১৭শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর দুই উপজেলার মোট ১৭শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় সোমবার সকালে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৃথকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সহিদ নূর আকবর। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক মো. মোফাকখারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ প্রমুখ। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১২শ কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে পটাশ সার ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
অপরদিকে কালুখালী উপজেলা পরিষদের সামনে উপজেলার পাঁচশ কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।