Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট: সর্বাত্মক লকডাউনের ঘোষণায় ঘরেফেরা মানুষের ঢল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / 361

জনতার আদালত অনলাইন ॥ দেশব্যাপি করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবনতায় সরকারি নির্দেষে সারাদেশে প্রথম দফায় ৭দিনের লকডাউনের শেষ দিনে দ্বিতীয় দফা ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষনা দিয়েছে। এতেকরে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। পূর্বঘোষিত বিধিনিষেধের তোয়াক্কা না করে শেষ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল ফেরি চলাচল করছে। এতে গাদাগাদি করে ফেরিতে পারাপার হচ্ছে হাজারো সাধারণ যাত্রী।

রোববার (১১ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দেখা যায়, দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ঢাকা ও এর আশপাশের জেলা গুলো থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে এসে ফেরি পার হয়ে দৌলতদিয়া ফেরি ঘাট প্রান্তে এসে ভিড় করছে। এখান থেকে অতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, মাহিন্দ্র, মোটরসাইকেল, নসিমন, পিকআপসহ  বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যের দিকে রওয়ানা করছে। সরকারী ভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে তা লক্ষ করা যায়নি। সময় বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকায় হোটেল ব্যবসায়ী আবছার উদ্দিন বলেন, চলমান কঠোর লকডাউনে এমনিতেই ব্যবসা মন্দা। তার উপর চোর-পুলিশ খেলে ব্যবসা চালানোও অসম্ভব। আর তাছাড়া সামনের কঠোর লকডাউন এবং রোজায় ব্যবসা এমনিতেই বন্ধ রাখতে হবে। তাই আগে থেকেই চরম ঝুঁকি থাকা সত্তেও স্ত্রী সন্তানকে নিয়ে আগেই চলে আসলাম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, বর্তমান ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। তাই রুটে চলাচলকারী ১৬টি ফেরিই যানবাহন পারাপার করছে। এই সপ্তাহের শেষ দিক থেকে সরকার লকডাউনের ব্যাপারে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়ায় মানুষ ঢাকা ছাড়ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যেসব গাড়ি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছে। ফেরিতে চরমভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ার ব্যাপারে এ কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি পালনে যাত্রীদের নিয়ন্ত্রণ করার মত পর্যাপ্ত লোকবল তাদের নেই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট: সর্বাত্মক লকডাউনের ঘোষণায় ঘরেফেরা মানুষের ঢল

প্রকাশের সময় : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

জনতার আদালত অনলাইন ॥ দেশব্যাপি করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবনতায় সরকারি নির্দেষে সারাদেশে প্রথম দফায় ৭দিনের লকডাউনের শেষ দিনে দ্বিতীয় দফা ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষনা দিয়েছে। এতেকরে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ। পূর্বঘোষিত বিধিনিষেধের তোয়াক্কা না করে শেষ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল ফেরি চলাচল করছে। এতে গাদাগাদি করে ফেরিতে পারাপার হচ্ছে হাজারো সাধারণ যাত্রী।

রোববার (১১ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত সরেজমিন দেখা যায়, দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ঢাকা ও এর আশপাশের জেলা গুলো থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে এসে ফেরি পার হয়ে দৌলতদিয়া ফেরি ঘাট প্রান্তে এসে ভিড় করছে। এখান থেকে অতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, মাহিন্দ্র, মোটরসাইকেল, নসিমন, পিকআপসহ  বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে গন্তব্যের দিকে রওয়ানা করছে। সরকারী ভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে তা লক্ষ করা যায়নি। সময় বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকায় হোটেল ব্যবসায়ী আবছার উদ্দিন বলেন, চলমান কঠোর লকডাউনে এমনিতেই ব্যবসা মন্দা। তার উপর চোর-পুলিশ খেলে ব্যবসা চালানোও অসম্ভব। আর তাছাড়া সামনের কঠোর লকডাউন এবং রোজায় ব্যবসা এমনিতেই বন্ধ রাখতে হবে। তাই আগে থেকেই চরম ঝুঁকি থাকা সত্তেও স্ত্রী সন্তানকে নিয়ে আগেই চলে আসলাম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, বর্তমান ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। তাই রুটে চলাচলকারী ১৬টি ফেরিই যানবাহন পারাপার করছে। এই সপ্তাহের শেষ দিক থেকে সরকার লকডাউনের ব্যাপারে আরও কঠোর হওয়ার ঘোষণা দেওয়ায় মানুষ ঢাকা ছাড়ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যেসব গাড়ি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছে। ফেরিতে চরমভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ার ব্যাপারে এ কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি পালনে যাত্রীদের নিয়ন্ত্রণ করার মত পর্যাপ্ত লোকবল তাদের নেই।’