রাজবাড়ীতে হেরোইনসহ গ্রেপ্তার ৫ মাদক ব্যবসায়ী
- প্রকাশের সময় : ০৬:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / 352
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুর নিউ কলোনী থেকে বৃহস্পতিবার রাতে ৬০ পুরিয়া হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বিনোদপুর নতুনপাড়া গ্রামের তৌহিদ মোল্লা ওরফে তৌহিদ কসাই, নিউকলোনী এলাকার স্বপন শেখ, বিনোদপুর নতুন মসজিদ এলাকার গোলাম আলী বাবু, রইচ শেখ ও ধুঞ্চি গ্রামের সুশান্ত সরকার।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিউকলোনী এলাকার গোলাম আলী বাবুর বাড়ি থেকে হোরোইনসহ তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক ৬০ হাজার টাকা। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তৌহিদ মোল্লার বিরুদ্ধে আটটি, স্বপন শেখের বিরুদ্ধে চারটি এবং গোলাম আলী বাবুর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। শুক্রবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।