রাজবাড়ীতে দুধ ডিম মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু
- প্রকাশের সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / 518
জনতার আদালত অনলাইন ॥ দেশব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি চাহিদা নিশ্চিতকরণে স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ীতে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকালে রাজবাড়ী শহরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেইরী ফার্মস ও পোল্টি ফার্ম এসোসিয়েশনের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস। এসময় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. অচিন্ত কুমার বিশ্বাস, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. শাকিল আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা ডেইরী অ্যসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সেলিম ওমর, এলএসএ বিথী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।