গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে শুরু করোনার দ্বিতীয় ডোজ প্রদান
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / 238
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা সেবা গ্রহীতাদের চাপ লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালের টিকা দান কেন্দ্রে ভিড় ছিল চোখে পড়ার মত। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে টিকাদানের জন্য হাসপাতালের কর্মকর্তাদের পাশাপাশি রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যদের তৎপরতা দেখা গেছে।
কেন্দ্র ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দ্বিতীয় ডোজ প্রদানের প্রথম দিনে দুপুর পর্যন্ত আটশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাজবাড়ীতে দ্বিতীয় ডোজের টিকা এসেছে ২৪ হাজার।
Tag :