বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ মাছ বিক্রয় কার্যক্রম উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১২৩২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনাকালীন মানুষের আমিষের চাহিদা নিশ্চিতকরণে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ মাছ বিক্রয় কার্যক্রম উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বালিয়াকান্দি সদর ইউনিয়ন চত্ত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী মৎস্য অফিসার রবিউল হক, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ, ইউপি সদস্য আকরাম হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, প্রতি বৃহস্পতিবার বালিয়াকান্দি বাজার, শুক্রবার আড়কান্দি বাজার, শনিবার বহরপুর বাজার, রোববার বালিয়াকান্দি বাজার, সোমবার নারুয়া বাজারে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাছ বিক্রি কার্যক্রম চলবে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। চলছে লকডাউন। এই সময়ে মানুষের আমিষের প্রয়োজনীয়তা অনুধাবন করে ভ্রাম্যমাণ মাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম চলবে। তিনি বলেন, আমরা প্রকৃত মৎস্য চাষীদের কাছ থেকে মাছ সংগ্রহ করে সুলভ মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হবে। আপাততঃ বালিয়াকান্দিতে চালু হলেও পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলা এবং পৌরসভা এলাকাগুলোতে এ কার্যক্রম শুরু হবে।