google.com, pub-6890555873338496, DIRECT, f08c47fec0942fa0
Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৩ দিন ধরে শিশু সন্তানসহ নিখোঁজ গৃহবধূ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / 359

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীতে তিন দিন ধরে সাত মাসের শিশুসহ নিখোঁজ রয়েছেন গৃহবধূ লিজা বেগম। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। গত সোমবার বিকেলে শ^শুরবাড়ি থেকে বাবার বাড়ি যাবার সময় তিনি নিখোঁজ হন।  এঘটনায় লিজা বেগমের শ^শুর আব্দুল বারেক রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছেন।

আব্দুল বারেক জানান, তার ছেলে আশরাফুল চাকরীর সুবাদে ঢাকায় থাকে। গত সোমবার পুত্রবধূ লিজা তার বাবার বাড়ি যাবে বলে জানায়। বিষয়টি তার ছেলেকে জানালে সে আপত্তি করেনি। লিজার বাবার বাড়ি বসন্তপুরের পাশেই শিবরামপুর আজিজ পাইপ কারখানার কাছে। দুপুর তিনটার দিকে খাওয়া দাওয়া শেষে আমার স্ত্রী পুত্রবধূ লিজা ও সাত মাসের নাতনী আয়মানকে রিক্সায় তুলে দেন। সাধারণতঃ বাবার বাড়ি পৌছে তার পুত্রবধূ  ফোন করে জানায়। এদিন আর ফোন না দেওয়ায় তিনি নিজেই ফোন দেন। কিন্তু ফোন বন্ধ পেয়ে বেয়াই লুৎফরকে রহমানকে ফোন দেন। তার বেয়াই তাকে জানান, লিজা এখনও বাড়ি আসেনি। এরপর ওইদিন সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। কোথাও পাইনি। যে রিক্সায় পুত্রবধূ লিজাকে তুলে দেওয়া হয়েছিল। সেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করে জানতে চাইলে সে জানিয়েছে; শিবরামপুর বাসস্ট্যান্ডে যাবার পর লিজা বেগম তাকে বলে ওখানেই নামিয়ে দিতে। তাই নামিয়ে দিয়েছে। তারপর কোথায় গেছে তা সে জানেনা। খোঁজাখুজি করে না পেয়ে পরদিন মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছেন।

তিনি বলেন, আমরা কিছুই ধারণা করতে পারছিনা। কোথায় যেতে পারে বা কী হতে পারে। তবে খুব দুশ্চিন্তার মধ্যে আছি।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এবিষয়ে একটি জিডি হয়েছে। সন্তানসহ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৩ দিন ধরে শিশু সন্তানসহ নিখোঁজ গৃহবধূ

প্রকাশের সময় : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীতে তিন দিন ধরে সাত মাসের শিশুসহ নিখোঁজ রয়েছেন গৃহবধূ লিজা বেগম। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। গত সোমবার বিকেলে শ^শুরবাড়ি থেকে বাবার বাড়ি যাবার সময় তিনি নিখোঁজ হন।  এঘটনায় লিজা বেগমের শ^শুর আব্দুল বারেক রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছেন।

আব্দুল বারেক জানান, তার ছেলে আশরাফুল চাকরীর সুবাদে ঢাকায় থাকে। গত সোমবার পুত্রবধূ লিজা তার বাবার বাড়ি যাবে বলে জানায়। বিষয়টি তার ছেলেকে জানালে সে আপত্তি করেনি। লিজার বাবার বাড়ি বসন্তপুরের পাশেই শিবরামপুর আজিজ পাইপ কারখানার কাছে। দুপুর তিনটার দিকে খাওয়া দাওয়া শেষে আমার স্ত্রী পুত্রবধূ লিজা ও সাত মাসের নাতনী আয়মানকে রিক্সায় তুলে দেন। সাধারণতঃ বাবার বাড়ি পৌছে তার পুত্রবধূ  ফোন করে জানায়। এদিন আর ফোন না দেওয়ায় তিনি নিজেই ফোন দেন। কিন্তু ফোন বন্ধ পেয়ে বেয়াই লুৎফরকে রহমানকে ফোন দেন। তার বেয়াই তাকে জানান, লিজা এখনও বাড়ি আসেনি। এরপর ওইদিন সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। কোথাও পাইনি। যে রিক্সায় পুত্রবধূ লিজাকে তুলে দেওয়া হয়েছিল। সেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করে জানতে চাইলে সে জানিয়েছে; শিবরামপুর বাসস্ট্যান্ডে যাবার পর লিজা বেগম তাকে বলে ওখানেই নামিয়ে দিতে। তাই নামিয়ে দিয়েছে। তারপর কোথায় গেছে তা সে জানেনা। খোঁজাখুজি করে না পেয়ে পরদিন মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় একটি জিডি করেছেন।

তিনি বলেন, আমরা কিছুই ধারণা করতে পারছিনা। কোথায় যেতে পারে বা কী হতে পারে। তবে খুব দুশ্চিন্তার মধ্যে আছি।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এবিষয়ে একটি জিডি হয়েছে। সন্তানসহ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।