ফেসবুকে উগ্রবাদি কার্যক্রম: র্যাবের হাতে গ্রেপ্তার বালিয়াকান্দির ২ যুবক
- প্রকাশের সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১২২৭ জন সংবাদটি পড়েছেন
বালিয়াকান্দি প্রতিনিধি॥ ফেসবুকে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে বালিয়াকান্দির দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩ ঢাকার সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মন্ডলের ছেলে আশিক মন্ডল ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. শাকিল শেখ।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্টকরণসহ উষ্কানিমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, এব্যাপারে বুধবার সন্ধ্যায় ঢাকা টিকাটুলী র্যাব-৩ এর পরিদর্শক মো. মোকলেছুর রহমান বাদি হয়ে বালিয়াকান্দি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।