Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের গুলি, বাঁচানো গেলনা প্যানেল চেয়ারম্যান গনি মন্ডলকে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 248

গোয়ালন্দ প্রতিনিধি ॥ সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য ও বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান আ. গণি মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তিনি ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সন্ত্রাসী হামলায় গত ১৯ মার্চ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। আ. গণি মন্ডল দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত সদস্য ও টানা দুইবার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়ার বিন্দু মোল্লার ছেলে।  এর আগে গতকাল বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে তিনি গুলি বৃদ্ধ হন।

দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিহতের চাচাতো ভাই শফিকুর রশিদ টিটু মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, গুলি ভাইয়ের পেটেই রয়ে গিয়েছিল। এনাম মেডিকেলে অপারেশন করে গুলি বের করা হয়। কিন্তু প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনি বলেন, আমার ভাইয়ের মতো সাদামনের একজন মানুষ আজ সন্ত্রাসের শিকার হয়ে মারা গেলেন। আমরা কেউই এখন নিরাপদ নয়। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

এদিকে সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায়, আ. গনি মন্ডলের মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। জনগন তার মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেয়। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি  ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকান হতে পাশেই নিজের বাড়িতে যাচ্ছিলেন।এ সময় মোটর সাইকেলযোগে দূর্বৃত্তরা এসে খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলি তার পেটে বিদ্ধ হয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অবস্থার আরো অবনতি হলে রাতেই তাকে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমরা ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযানে নেমেছি। জনগনকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ত্রাসীদের গুলি, বাঁচানো গেলনা প্যানেল চেয়ারম্যান গনি মন্ডলকে

প্রকাশের সময় : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

গোয়ালন্দ প্রতিনিধি ॥ সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য ও বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান আ. গণি মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তিনি ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সন্ত্রাসী হামলায় গত ১৯ মার্চ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। আ. গণি মন্ডল দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত সদস্য ও টানা দুইবার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়ার বিন্দু মোল্লার ছেলে।  এর আগে গতকাল বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে তিনি গুলি বৃদ্ধ হন।

দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নিহতের চাচাতো ভাই শফিকুর রশিদ টিটু মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, গুলি ভাইয়ের পেটেই রয়ে গিয়েছিল। এনাম মেডিকেলে অপারেশন করে গুলি বের করা হয়। কিন্তু প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনি বলেন, আমার ভাইয়ের মতো সাদামনের একজন মানুষ আজ সন্ত্রাসের শিকার হয়ে মারা গেলেন। আমরা কেউই এখন নিরাপদ নয়। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

এদিকে সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায়, আ. গনি মন্ডলের মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। জনগন তার মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা তাদের অবরোধ তুলে নেয়। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি  ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকান হতে পাশেই নিজের বাড়িতে যাচ্ছিলেন।এ সময় মোটর সাইকেলযোগে দূর্বৃত্তরা এসে খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলি তার পেটে বিদ্ধ হয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অবস্থার আরো অবনতি হলে রাতেই তাকে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমরা ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযানে নেমেছি। জনগনকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।