রাজবাড়ীতে করোনা সংক্রমণরোধে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
- প্রকাশের সময় : ০৬:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 243
স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণরোধে রাজবাড়ী সদর থানা পুলিশের উদ্যোগে বুধবার সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। বিকেল চারটার দিকে শহরের নতুনবাজার, বড়পুলসহ বিভিন্ন স্থানে এ প্রচারাভিযান এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে যাত্রী ওঠানামার বিষয়েও তদারকি করেন তারা।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, দেশে আবারও করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণরোধে পুলিশ সবসময়ই মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। এরই অংশ হিসেবে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এধারা অব্যাহত থাকবে।
এদিকে জেলার পাংশা, কালুখালী থানার উদ্যোগে একই ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।