বালিয়াকান্দিতে সীমানা বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
- প্রকাশের সময় : ০৮:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১২৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জমির সীমানা বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে সৈকত মাতুব্বর নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এঘটনায় তার চাচা প্রফুল্ল মাতুব্বর ও চাচী শান্তি লতা মাতুব্বর আহত হয়েছেন। নিহত সৈকত একই গ্রামের সুশান্ত মাতুব্বরের ছেলে। তিনি বালিয়াকান্দি ডিগ্রী কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, সুশান্ত মাতুব্বরের সাথে তাদেরই শরিক শশধর মাতুব্বরদের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার বিকেল পাঁচটার দিকে সীমানার উপর দিয়ে যাতায়াত নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শশধরের লোকেরা লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। হামলায় সৈকত ও তার চাচা-চাচী হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সৈকতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। পুত্রশোকে কাতর হয়ে পড়েছেন তার বাবা-মা।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।