সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / 270
জনতার আদালত অনলাইন ॥ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল চারটায় রাজবাড়ী প্রধান সড়কে মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবি সভাপতি আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক সংগঠক ফকীর শাহাদত হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সবিতা চন্দ প্রমুখ।
বক্তারা সংখ্যালঘুদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে মাঝে মধ্যেই সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। তারাও দেশের নাগরিক। তাদেরও নিরাপত্তা নিয়ে বাঁচার অধিকার রয়েছে।