স্বাস্থ্যবিধি সম্পর্কে রাজবাড়ীতে পুলিশের বিশেষ প্রচারাভিযান
- প্রকাশের সময় : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৩০৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পুলিশের স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে পথচারী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শহরের বড়পুল থেকে বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন। দেশে করোনা সংক্রমনের প্রাদুর্ভাব বাড়তে থাকায় বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) এর নির্দেশে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উৎসাহিত করতে এ প্রচারাভিযান চালানো হয়।
এদিকে সকাল ১১ টায় বালিয়াকান্দি শহরের চৌরঙ্গী মোড়ে স্বাস্থ্যবিধি পালনে মাক্স, হ্যান্ড সেনিটাইজার ও ফেসসিল্ড বিতরণের মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ থানা পুলিশের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মাস্ক ব্যতিত চলাচলকারী লোকজনের মধ্য মাস্ক বিতরণ করাসহ সচেতন করা হয়।