শিশুধর্ষণচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / 298
জনতার আদালত অনলাইন ॥ শিশু ধর্ষণচেষ্টা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রতন শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামের হালিম শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ২০১২ সালের ১২ অক্টোবর তারিখে রতন শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়। মামলার পর থেকেই সে পলাতক ছিল। তার অনুপস্থিতিতেই ২০২০ সালের ২৪ মার্চ তারিখে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পাঁচ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে সূর্যনগর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।