বালিয়াকান্দিতে ২ আইসক্রিম কারখানা মালিককে জরিমানা
- প্রকাশের সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫১৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ নিরাপদ খাদ্য নিশ্চতকরণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ আইসক্রীম কারখানা মালিককে জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাপ্পী সুপার আইসক্রীম ও ইসলাম সুপার আইসক্রীম কারখানায় অবৈধ দ্রব্য ঘনচিনি ও অবৈধ রং ব্যবহারের জন্য ভোক্তা আইনের ৪২ ধারায় যথাক্রমে ৫ হাজার টাকা ও ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় পুলিশের একটি টিম ও পেসকার সবুজ হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে ।