উপস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি মেডিকেল অফিসারের ঝুলন্ত লাশ
- প্রকাশের সময় : ০৮:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১২৫১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘বাচ্চারা কোথায়; তোমরা ভালো থেকো’ এটিই ছিল স্ত্রীর সাথে তার শেষ কথা। এর ঘণ্টা খানেক পরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কক্ষে ঝুলন্ত লাশ পাওয়া যায় কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদুর রহমান স্বপনের। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বিলমাগুড়া গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে যন্ত্রণাময় জীবন সহ্য করতে না পেওে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন লোক উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা খোলা দেখতে পেয়ে এগিয়ে যায়। জানালার ফাঁক দিয়ে তারা স্বপনকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। টেবিলের সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস নেওয়া ছিল।
নিহত স্বপনের চাচাতো ভাই জানান, স্ত্রী, দুই মেয়ে নিয়ে সুখেই ছিলেন স্বপন। পারিবারিক কোনো কলহ ছিলনা। চার বছর আগে রোগী দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তার ভাই। দীর্ঘ চিকিৎসার পরও তিনি সুস্থ হননি। এটা নিয়ে তার মধ্যে দুশ্চিন্তা ছিল।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, নিহত স্বপন ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুঃসহ জীবনযাপন করছিলেন। চিকিৎসা নিয়েও ঘাড় ও কোমড়ের আঘাত তার সারছিলনা। এরই মধ্যে কিছুদিন আগে আবারও দুর্ঘটনার শিকার হন স্বপন। রোববার লাশ উদ্ধার হওয়ার ঘণ্টাখানেক আগে তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন, ‘বাচ্চারা কোথায়; তোমরা ভালো থেকো’। এরপর থেকেই তার ফোন বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে জীবনের প্রতি আস্থা হারিয়ে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সোমবার ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।