গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / 238
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাতলা এলাকার মৃত লেডু মন্ডলের ছেলে মো. খেদু বেপারী (৫০) ও গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের বেপারী পাড়া এলাকার ইব্রাহীম বেপারীর ছেলে পলাশ বেপারী (৫৫)। রোববার (১৪ মার্চ) বিকেল ৪টায় গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের বেপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে হযরত মা আমেনা জামে মসজিদের সামনে পাঁকা রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্র জানায়, রোববার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :