বালিয়াকান্দিতে চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন, বাধা দেওয়ায় বাবা-মাকেও মারধর
- প্রকাশের সময় : ০৭:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১২৪৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ চুরির অভিযোগ এনে অচিন্ত মন্ডল নামে এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে বাধা দেওয়ায় তার বাবা-মাকেও করা হয়েছে মারধর। রোববার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়হিজলি গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের অধির কুমার মন্ডলের ছেলে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অচিন্ত মন্ডলের মা নমিতা মন্ডল বলেন, গত শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী রেজাউল ইমলামের বাড়িতে চুরি হয়। রোববার রেজাউল লোকজন নিয়ে তার বাড়িতে হামলা করে। আমার ছেলে অচিন্ত কুমার মন্ডল (২৫) কে ঘুমন্ত অবস্থায় ডেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এসময় আমি ও আমার স্বামী বাধা দিলে আমাদেরকে কিলঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। পরে আমার ছেলে অচিন্তকে রেজা তার লিচু বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে লোহার রড, কাঠের বাটাম, হাতুড়ি দিয়ে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে। আমার ছেলের অবস্থা এখন খুবই খারাপ। ছেলেকে মারধরের পর পুনরায় আমাদের বাড়িতে এসে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। অচেতন অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ছেলের পা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অসংখ্য ক্ষতচিহ্ন। এব্যাপারে সোমবার বিকেলে বালিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন।
এব্যাপারে অভিযুক্ত রেজাউল ইসলাম রেজা বলেন, অচিন্ত ছেলেটা খুব খারাপ। চুরি তার পেশা। এর আগে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। গত শনিবার আমার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হয়। একারণে তাকে ধরে এনে বিনা টর্চারিংয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় সে স্বীকার করে সে স্বর্ণালংকার নিয়েছে। এরপর এলাকার লোকজনকে অচিন্তর কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করার কথা বলে আমি বাজারে চলে যাই। পরে গিয়ে শুনি তাকে মারধর করা হয়েছে। এটি আমার কাছে অনাকাক্সিক্ষত ঘটনা। আমি এটা ওদেরকে করতে বলিনি। অচিন্তর বাবা-মাকে হুমকি দেওয়ার কথাও তিনি অস্বীকার করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।