Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চালককে জুস খাইয়ে অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২৪৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ সবুজ মোল্লা নামে এক অটোরিক্সা চালককে জুস খাইয়ে অজ্ঞান করে তার অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সবুজ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মনছুর মোল্লার ছেলে। এ বিষয়ে শনিবার তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

সবুজ মোল্লা জানান, ঋণ করে তিনি অটোরিক্সাটি কিনেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি তার মাকে ডাক্তার দেখানোর জন্য রাজবাড়ীতে নিয়ে যান। ডাক্তার দেখাতে দেরি হওয়ার কারণে ভাড়া নেওয়ার কথা চিন্তা করেন। ওইদিন বেলা ১১টার দিকে দুই যুবক বালিয়াকান্দি যাওয়ার জন্য পাঁচশ টাকায় ভাড়া করে।  বালিয়াকান্দি আসার পর ওই দুই যুবক তাকে জোর করে জুস খাওয়ায়। এরপর আর কিছু মনে নেই। দুই দিন পর তার জ্ঞান ফিরলে দেখেন তিনি রাজবাড়ী সদর হাসপাতালের বেডে শুয়ে আছেন। দুর্বৃত্তরা তার অটোরিক্সা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। শনিবার তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চালককে জুস খাইয়ে অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ সবুজ মোল্লা নামে এক অটোরিক্সা চালককে জুস খাইয়ে অজ্ঞান করে তার অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সবুজ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মনছুর মোল্লার ছেলে। এ বিষয়ে শনিবার তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

সবুজ মোল্লা জানান, ঋণ করে তিনি অটোরিক্সাটি কিনেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি তার মাকে ডাক্তার দেখানোর জন্য রাজবাড়ীতে নিয়ে যান। ডাক্তার দেখাতে দেরি হওয়ার কারণে ভাড়া নেওয়ার কথা চিন্তা করেন। ওইদিন বেলা ১১টার দিকে দুই যুবক বালিয়াকান্দি যাওয়ার জন্য পাঁচশ টাকায় ভাড়া করে।  বালিয়াকান্দি আসার পর ওই দুই যুবক তাকে জোর করে জুস খাওয়ায়। এরপর আর কিছু মনে নেই। দুই দিন পর তার জ্ঞান ফিরলে দেখেন তিনি রাজবাড়ী সদর হাসপাতালের বেডে শুয়ে আছেন। দুর্বৃত্তরা তার অটোরিক্সা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। শনিবার তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন।