রাজবাড়ীতে নৌকার নির্বাচনী পথসভা
- প্রকাশের সময় : ০৭:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / 416
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর পক্ষে বুধবার বিকেলে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, স্বাচিপ ও বিএমএ এর কেন্দ্রীয় নেতা ডা. ইকবাল আর্সনাল, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যড. রফিকুল ইসলাম প্রমুখ
বক্তারা আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী মহম্মদ আলী চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।