গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে ফেন্সিডিলসহ ৩জন গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / 220
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর থেকে শনিবার ভোরে ৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পশ্চিম উজানচর কছিমউদ্দিন পাড়া গ্রামের মৃত দরবেশ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০), গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া মহল্লার মৃত ফরিংয়ের ছেলে অনিক ইসলাম বাবু (৩২) ও উত্তর দৌলতদিয়া শামছু মাস্টার পাড়া গ্রামের মৃত আলাল খানের ছেলে রবিন খান (২৮)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Tag :