রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজবাড়ী রেলওয়ে ময়দানে এ উপলক্ষে আলোচনা সভা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে জাতির জনক শেখ মুজিবুর রহমান,১৫ ই আগষ্ট ১৯৭৫ সালে নিহত তার পরিবার ও সকল শহীদের ও প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরাবতা কর্মসূচি পালিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের পথচলা। আলোচনায় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটির সভাপতি আল- আমিন বিশ্বাস নয়ন, সাধারন সম্পাদক কৌশিক কুমার, সদর উপজেলার সভাপতি মো: বাহারুল আলম, সাধারন সম্পাদক পিয়াস শেখ, গোয়ালন্দ উপজেলার সভাপতি নাজমুল হাসান ফারাবি, সাধারন সম্পাদক নয়ন প্রমানিক, পাংশা উপজেলার সভাপতি হাবিব ওয়াহিদ, সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ মারুফ,বালিয়াকান্দি উপজেলার সভাপতি শেখ শামিম,রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হৃদয় ও যুগ্নসাধারণ সম্পাদক সাব্বির রহমান প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।