কালুখালীতে পাল্টাপাল্টি মানববন্ধনের ঘোষণা
- প্রকাশের সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে একই সময়ে একই স্থানে দুপক্ষের মানববন্ধনের কর্মসূচী ঘোষণায় এলাকার মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।
কালুখালী উপজেলা আওয়ামী লীগ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে এবং মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া এলাকাবাসী মুক্তিযোদ্ধার সন্তান রবিউল বিশ্বাস হত্যার বিচার দাবিতে সোমবার সকাল ১০টায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে। উভয় পক্ষ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ঘটনায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরণের অস্থিরতা ও হতাশা বিরাজ করছে। একারণে বড় আকারের শোডাউন করার উদ্দেশ্যে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, মহাসড়কের পূর্ব পাশে কালুখালীর সাইনবোর্ড থেকে পশ্চিম পাশের সাইনবোর্ড পর্যন্ত মানববন্ধন হবে। এমপি সাহেবের নির্দেশে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে। উপজেলার সাত ইউনিয়ন থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবে।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম জানান, কালুখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ মানবন্ধন হবে বলে জানান তিনি।
এদিকে নিহত রবিউল বিশ্বাস হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আয়োজনের জন্য বেতবাড়িয়া এলাকাবাসীর পক্ষে নিহতের বোন নারী ইউপি সদস্য আমেনা খাতুন রোববার জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। আমেনা খাতুন জানান, তিনি ভাই হত্যার বিচার চান। এলাকাবাসী তার ভাইয়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী দিয়েছে।
কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন আয়োজনের আবেদনের অনুলিপি তিনি পেয়েছেন। আমেনা খাতুনের আবেদনের অনুলিপি তিনি এখনও পাননি। তবে শুনছেন। এব্যাপারে জেলা প্রশাসক যে সিদ্ধান্ত দেবেন সেভাবেই তারা কাজ করবেন। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় এজন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, কালুখালীতে একই স্থানে দুই পক্ষের মানববন্ধনের বিষয়ে দুটি আবেদন পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।