Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দির গড়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / ১৬১০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দু,টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে পানি বৃদ্ধিও সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের ফলে নারুয়া ইউনিয়নের নারুয়া, মরবিলা, জামসাপুর, কোনাগ্রাম, সোনাকান্দর, গয়াসপুর, জঙ্গল ইউনিয়নের পুষআমলা, পাচপোটরা, চরপোটরা, সমাধিনগরসহ কয়েকটি গ্রাম এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. হেদায়েতুল ইসলামের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও জনগণের উপস্থিতিতে ৫নং ওয়ার্ডের পুষ আমলা গ্রামে অবস্থিত সমাধিনগর বাজার হতে নারুয়াগামী রাস্তা সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী নদীভাঙ্গন পরিদর্শন করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা বলেন, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী গড়াই নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এর তীরসংলগ্ন কিছু জায়গায় নদীভাঙ্গন দেখা দেয়। পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমকে অবহিত করা হয় এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির গড়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন

প্রকাশের সময় : ০৮:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দু,টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে পানি বৃদ্ধিও সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের ফলে নারুয়া ইউনিয়নের নারুয়া, মরবিলা, জামসাপুর, কোনাগ্রাম, সোনাকান্দর, গয়াসপুর, জঙ্গল ইউনিয়নের পুষআমলা, পাচপোটরা, চরপোটরা, সমাধিনগরসহ কয়েকটি গ্রাম এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. হেদায়েতুল ইসলামের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও জনগণের উপস্থিতিতে ৫নং ওয়ার্ডের পুষ আমলা গ্রামে অবস্থিত সমাধিনগর বাজার হতে নারুয়াগামী রাস্তা সংলগ্ন গড়াই নদীর তীরবর্তী নদীভাঙ্গন পরিদর্শন করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা বলেন, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী গড়াই নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এর তীরসংলগ্ন কিছু জায়গায় নদীভাঙ্গন দেখা দেয়। পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমকে অবহিত করা হয় এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেন।