রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
- প্রকাশের সময় : ০৭:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৪০৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবু মন্ডল (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে রোববার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন নিপীড়নের শিকার শিশুর মা। অভিযুক্ত বাবু মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ১৯ মার্চ সকালে তার মেয়ে ঘুম থেকে উঠে ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওই সময় প্রতিবেশি বাবু মন্ডল তার মেয়েকে ইশারায় ডেকে ঘরের ভেতর নিয়ে যায়। কিছুক্ষণ পরে তার মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাবু মন্ডলের ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কা দেন। দরজা না খোলায় প্রতিবেশিদের ডেকে আনেন। তখন বাবু মন্ডল দরজা খুলে বের হয়ে তার পা ধরে মাফ চায়। তার মেয়ের কাছে ঘটনা জানতে চাইলে সে যে বর্ণনা দিয়েছে তাতে বাবু মন্ডল তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু মন্ডল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজবাড়ী সদর হাসপাতালে শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।