রাজবাড়ীতে ৩ দিন ব্যাপী একুশে বইমেলা শুরু
- প্রকাশের সময় : ০৯:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৪৪২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে তিন দিন ব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বিকেল পাঁচটায় বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক বাকীহাদ হোসেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট প্রমুখ।
তিন দিন ব্যাপী বইমেলায় মোট ৪৫টি স্টল স্থাপন করা হয়েছে। জেলার পুস্তক ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নিয়েছে। সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী কমিটি বই বিক্রয়ের পাশাপাশি তাদের সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরে স্টল স্থাপন করেছে।
দিবসটি উপলক্ষে বইমেলা ছাড়াও নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত বিরতিহীন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১২টা ১ মিনিট থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন।
ভাষা শহীদদের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনায়লয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা।
বিকেল ৩টায় ডা. আবুল হোসেন ক্যুইজ প্রতিযোগিতা। বিকেল ৪টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিকেল সাড়ে ৪টায় একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা, বিকেল ৫টায় বইমেলার স্টল পরিদর্শন, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া সাতটায় সমাপনী ও পুরষ্কার বিতরণী।