রাজবাড়ীতে আমার বাড়ি আমার খামার প্রকল্পে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৪০২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকে রাজবাড়ী জেলায় নব নিয়োগপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার ও মাঠকর্মীদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ রবি ও সোমবার রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আমার বাড়ি আমার খামার প্রকল্প রাজবাড়ী ্েজলা কার্যালয়ের আয়োজনে এ ওরিয়েন্টশন প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ বাকীহাদ হোসেন, বিআরডিবি রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।
দুদিন ব্যাপী এ প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
Tag :