Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিসি ফুটেজ দেখে টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিলো ডিবি পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • / ১৫৪৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ সিসি ক্যামেরার ফুটেজ দেখে টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সোমবার দুপুরে রাজবাড়ী শহরে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবান ব্যক্তি হলেন বিদ্যুৎ চন্দ্র মন্ডল। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার কেউটিল গ্রামে। তিনি ঢাকার কর কমিশন কার্যলয়ে কর্মরত বলে জানা গেছে। নিজের বিয়ে উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসেছেন।
রাজবাড়ী ডিবি ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম জানান, সোমবার দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম রাজবাড়ী শহরের প্রধান সড়কের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। ডিবি সদস্যরা মানিব্যাগটি তুলে এনে ডিবি ওসি ওমর শরীফের হাতে তুলে দেন। মানিব্যাগে অনেক টাকা, জরুরী কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ছিল। তখনই মানিব্যাগটির প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার জন্য খোঁজার চেষ্টা করা হচ্ছিল। ঠিক ওই সময় সদ্য উদ্বোধন হওয়া সিসি ক্যামেরার কথা মাথায় আসে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে চড়ে দুজন আরোহী শহরে যাচ্ছে। তাদের কোনো একজনের পেছন থেকে মানিব্যাগটি পড়েছে। এরপর তার মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দেয়ার পর তিনি ডিবি অফিসে গেলে মানিব্যাগটি তাকে বুঝিয়ে দেয়া হয়। এসময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ মন্ডল বলেন, মানিব্যাগটি ফিরে পাওয়ায় আমি পাওয়ায় অত্যন্ত আনন্দিত। মানিব্যাগে ১০ হাজার টাকা, জরুরী কাগজপত্র ছিল। এসব হারিয়ে গেলে আমি খুবই ক্ষতিগ্রস্ত হতাম। ডিবিকে ধন্যবাদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিসি ফুটেজ দেখে টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিলো ডিবি পুলিশ

প্রকাশের সময় : ০৮:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০

জনতার আদালত অনলাইন ॥ সিসি ক্যামেরার ফুটেজ দেখে টাকাভর্তি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সোমবার দুপুরে রাজবাড়ী শহরে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবান ব্যক্তি হলেন বিদ্যুৎ চন্দ্র মন্ডল। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার কেউটিল গ্রামে। তিনি ঢাকার কর কমিশন কার্যলয়ে কর্মরত বলে জানা গেছে। নিজের বিয়ে উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসেছেন।
রাজবাড়ী ডিবি ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম জানান, সোমবার দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম রাজবাড়ী শহরের প্রধান সড়কের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। ডিবি সদস্যরা মানিব্যাগটি তুলে এনে ডিবি ওসি ওমর শরীফের হাতে তুলে দেন। মানিব্যাগে অনেক টাকা, জরুরী কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ছিল। তখনই মানিব্যাগটির প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার জন্য খোঁজার চেষ্টা করা হচ্ছিল। ঠিক ওই সময় সদ্য উদ্বোধন হওয়া সিসি ক্যামেরার কথা মাথায় আসে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে চড়ে দুজন আরোহী শহরে যাচ্ছে। তাদের কোনো একজনের পেছন থেকে মানিব্যাগটি পড়েছে। এরপর তার মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দেয়ার পর তিনি ডিবি অফিসে গেলে মানিব্যাগটি তাকে বুঝিয়ে দেয়া হয়। এসময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ মন্ডল বলেন, মানিব্যাগটি ফিরে পাওয়ায় আমি পাওয়ায় অত্যন্ত আনন্দিত। মানিব্যাগে ১০ হাজার টাকা, জরুরী কাগজপত্র ছিল। এসব হারিয়ে গেলে আমি খুবই ক্ষতিগ্রস্ত হতাম। ডিবিকে ধন্যবাদ।