আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
- / ১৬০৩ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত এবং ব্যবসায়ী আলাউদ্দিন আলীর উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের নেতা ডা. পারিজাত কুমার পাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যড. উজীর আলী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মিত্র, অনিল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন কুমার দাস।
বক্তারা বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন।
গত সোমবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা ও দূর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত জানান, সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল শেষে রাজবাড়ী ফিরছিলেন তারা। ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় আসলে সাত থেকে আটটি মোটর সাইকেলে হেলমেট পড়া ১০/১২ জন যুবক তাদের উপর হামলা করে। হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে তাদের প্রাইভেট কারটি ভাঙচুর করে। এরপর গাড়ি থেকে তাদের নামিয়ে পিটিয়ে জখম করে। তিনি আরো জানান, হামলাকারীরা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরু মন্ডলকে বাদ দিয়ে কোন কমিটি গোয়ালন্দে করা যাবে না বলে হুমকি দিতে থাকে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাতেই গোয়ালন্দ শহরে বিক্ষোভ করে। এসময় তারা দূর্বৃত্তদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাত পৌনে ১০টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্তকাজ শুরু করেছে।