Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের এক্রোবেটিক সেন্টার পরিদর্শন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / ১৭৪৯ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শনিবার বিকেলে রাজবাড়ীর এক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি প্রশিক্ষণ কেন্দ্রটির উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেও জানান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপসচিব), রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আশেক হাসান, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক প্রমুখ। জেলা প্রশাসক প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সাথে ফটোসেশন করেন।
পরে রাজবাড়ী এক্রোবেটিক কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর এক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন।
ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন
এর আগে সকালে জেলা প্রশাসক ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের প্রাক্কালে তিনি প্রধান শিক্ষকের অফিস কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ দান কার্যক্রমসহ সার্বিক অবস্থা নিয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকমন্ডলীর সাথে এক বৈঠকে মিলিত হন। পরে বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা বিস্তার কার্যক্রম জোরদারকরণ ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উপরে গুরুত্বারোপ করে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপসচিব), রাজবাড়ী পৌর মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, প্রধান শিক্ষক সাঈদা খানম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিদ্যালয়টি পরিদর্শনের গেলে জেলা প্রশাসক দিলসাদ বেগমকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীর পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা প্রশাসকের এক্রোবেটিক সেন্টার পরিদর্শন

প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শনিবার বিকেলে রাজবাড়ীর এক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি প্রশিক্ষণ কেন্দ্রটির উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেও জানান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপসচিব), রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আশেক হাসান, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক প্রমুখ। জেলা প্রশাসক প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সাথে ফটোসেশন করেন।
পরে রাজবাড়ী এক্রোবেটিক কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর এক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন।
ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন
এর আগে সকালে জেলা প্রশাসক ইয়াছিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের প্রাক্কালে তিনি প্রধান শিক্ষকের অফিস কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ দান কার্যক্রমসহ সার্বিক অবস্থা নিয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকমন্ডলীর সাথে এক বৈঠকে মিলিত হন। পরে বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা বিস্তার কার্যক্রম জোরদারকরণ ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উপরে গুরুত্বারোপ করে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপসচিব), রাজবাড়ী পৌর মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, প্রধান শিক্ষক সাঈদা খানম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিদ্যালয়টি পরিদর্শনের গেলে জেলা প্রশাসক দিলসাদ বেগমকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীর পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।