নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- প্রকাশের সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
- / ১২০৫ জন সংবাদটি পড়েছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। বুধবার ভোররাতে উপজেলার আষাড়িয়ার চর এলাকার এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সোনারগাঁওয়ের মেঘনা ঘাটের আষাড়িযার চর এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রুপের ফ্যাক্টরির জন্য ঢাকা থেকে সাদা কাগজ নিয়ে আসে একটি ট্রাক। ট্রাকটি আষাড়িয়ার চর সরু রাস্তা বাক ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের উপর থাকা চার শ্রমিক নিচে চাপা পড়ে মারা যান। পরে আশেপাশের লোকজন ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নিহত শ্রমিকরা হলেন মাদারীপুরের কেন্দুয়া গ্রামের আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২), একই গ্রামের হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল (২৬), পটুয়াখালীর গলাচিপা থানার উলায়া গ্রামের রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০), পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চর মোমতাজ গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩০)। নিহত শ্রমিকদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার আবেদন করলে চার শ্রমিকের লাশ হস্তান্তর করা হয়েছে। আহত ছয় শ্রমিককে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি।