বহরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 46
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই তারুণ্য” এই স্লোগান কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসানুল হক শিপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
বহরপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ শেখের সভাপতিত্বে অন্যদের মাঝে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, সরকারি শিক্ষক নজরুল ইসলাম গাজী, জাহাঙ্গীর হোসেন, পঙ্কজ কুমার ভৌমিক, আবুল হোসেন, পারুল পারভীন প্রমূখ।
তারা বলেন, ক্রীড়া ও সংস্কৃতি যুব সমাজকে আলোর পথ দেখায়। যুবসমাজকে মাদক, আড্ডা থেকে বের করে আনতে খেলার দিকে এগিয়ে আনতে হবে। ছাত্রছাত্রীদের পড়া লেখার টেবিলে ফিরিয়ে আনতে হবে।