ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছের মগডালে ঝুলন্ত লাশ
- প্রকাশের সময় : ১১:২৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 61
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছের মগডালে ঝুলছিল অজ্ঞাত এক ব্যক্তির লাশ। পরে খবর পেয়ে বুধবার (২২ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওই ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো: মাসুদ আলম।
তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তার নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।