ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস
- প্রকাশের সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 1
ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় যে আলোচনা চলছিল তাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
খবর আল জাজিরার।
এর আগে ওই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলেছে, তারা এখন একটি চুক্তির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে।
ওই আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছেন, ফিলিস্তিনি এমন একজন কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে গত আট ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
যদিও মুখোমুখি নয়, তদের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।
এক বিবৃতিতে হামাস বলেছে, আলোচনার বর্তমান অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তারা আশা করছে, এই দফার আলোচনায় ‘পরিষ্কার ও বিস্তারিত একটি চুক্তিতে’ উপনীত হবে।