Dhaka ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ রসুনের ক্ষেতে গাঁজা চাষ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 18

 পেঁয়াজ রসুনের ক্ষেতে গাঁজা চাষ করেছিলেন সহিদুল মন্ডল নামে এক কৃষক। তবে, শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামে। সে একই গ্রামের হামিদ মন্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে পাংশা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় ওই ক্ষেত থেকে ৩৭০টি গাঁজার গাছের চারা জব্দ করা হয়।

পাংশা থানার এসআই নজরুল ইসলাম জানান, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন বেজপাড়া গ্রামের একটি ক্ষেতে গাঁজার চাষ হচ্ছে। খোঁজ খবর নিয়ে এর সত্যতা পেয়ে অভিযান চালিয়ে পেঁয়াজ রসুনের ক্ষেত থেকে ৩৭০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার উচ্চতা এক ফুট থেকে পৌনে দুই ফুট পর্যন্ত। তিনি আরও জানান, সহিদুল ইসলাম নামে ওই ব্যক্তি এক মাস আগে চার শতাংশ জমি বন্ধক নিয়ে পেঁয়াজ রসুনের ক্ষেতে কৌশলে গাঁজা গাছের চারাও রোপণ করেন। যাতে কেউ বুঝতে না পারে। সহিদুল ইসলামকে আটকের পর তাকে দিয়েই গাঁজার গাছগুলো ক্ষেত থেকে তোলা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেঁয়াজ রসুনের ক্ষেতে গাঁজা চাষ

প্রকাশের সময় : ০৫:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 পেঁয়াজ রসুনের ক্ষেতে গাঁজা চাষ করেছিলেন সহিদুল মন্ডল নামে এক কৃষক। তবে, শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামে। সে একই গ্রামের হামিদ মন্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে পাংশা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় ওই ক্ষেত থেকে ৩৭০টি গাঁজার গাছের চারা জব্দ করা হয়।

পাংশা থানার এসআই নজরুল ইসলাম জানান, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন বেজপাড়া গ্রামের একটি ক্ষেতে গাঁজার চাষ হচ্ছে। খোঁজ খবর নিয়ে এর সত্যতা পেয়ে অভিযান চালিয়ে পেঁয়াজ রসুনের ক্ষেত থেকে ৩৭০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার উচ্চতা এক ফুট থেকে পৌনে দুই ফুট পর্যন্ত। তিনি আরও জানান, সহিদুল ইসলাম নামে ওই ব্যক্তি এক মাস আগে চার শতাংশ জমি বন্ধক নিয়ে পেঁয়াজ রসুনের ক্ষেতে কৌশলে গাঁজা গাছের চারাও রোপণ করেন। যাতে কেউ বুঝতে না পারে। সহিদুল ইসলামকে আটকের পর তাকে দিয়েই গাঁজার গাছগুলো ক্ষেত থেকে তোলা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।