Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে : রিজভী ‘সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সওজ ও বিআরটিএ’র কাঁধেও পড়বে’ সন্তান-প্রতিবেশীকে ইসলাম শিক্ষা দেওয়ায় উইঘুর নারীর ১৭ বছরের কারাদণ্ড ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না: গণশিক্ষা উপদেষ্টা ‌‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়া, আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল’ ২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি-না সময় বলে দেবে: সিইসি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 23

 রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু হয়েছে। চিত্রশিল্পী রাজকুমার পাল এর প্রতিষ্ঠাতা। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, চিত্রশিল্পী ও স্কুল শিক্ষক দিলীপ কর, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, অলিউল আযম তৈমুর, আলোকচিত্রী আব্দুল হালিম, চিত্রশিল্পী গোলাম আলী, কবি খোকন মাহমুদ, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, আবৃত্তিকার শশাঙ্ক সাহা, অ্যক্রোবেটিক প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, কবি বাবলু মওলা প্রমুখ।

এসময় শিল্পী রাজকুমার পাল বলেন, ২০০৬ সালে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু হয়েছিলো। দীর্ঘ সাত বছর সফলতার সাথে কার্যক্রম অব্যাহত রেখেছিলেন।  এই দীর্ঘ সাত বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ছয়শ জন ছাত্র-ছাত্রীকে সৃজনশীল মেধা বিকাশে চারুকলার প্রশিক্ষণ দিয়ে তাদের মননশীল করে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, মার্কস অলরাউন্ডার, বেঙ্গল গ্যালারি, দৃক গ্যালারি, সেফটিপিন গ্যালারি, কায়া গ্যালারি,  চীন, জাপান, কোরিয়া, মিতসুবিশি সহ বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। যাদের অনেকেই আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ফাইন আর্ট নিয়ে পড়াশোনা করছে। রাজবাড়ীতে তিনি একই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন।

তিনি আরও বলেন, আমরা গর্ববোধ করি কারন উপমহাদেশের প্রথম মুসলিম কার্টুনিস্ট কাজী আবুল কাসেম, প্রখ্যাত চিত্রশিল্পী  বাংলাদেশের ট্যাপিস্ট শিল্প মাধ্যমের সার্থক প্রবর্তক রশিদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিরশিল্পী মনসুর উল করিমের মতো গুণী শিল্পী রাজবাড়ীতে জন্মগ্রহণ করছেন। কিন্তু একথা সত্যি যে রাজবাড়ী জেলার বিশেষ করে শিশু চিত্রকলা অনেক পিছিয়ে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ এখানকার বেশিরভাগ প্রশিক্ষকের চারুকলা বিষয়ে প্রাতাষ্ঠানিক কোন শিক্ষা নেই। শিল্পী মনসুর উল করিম ব্যাপারটা বুঝতে পেরে বুনন আর্ট স্পেসে শিশুদের নিয়ে কাজ শুরু করেছিলেন। রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্টের নতুন করে শুরু করার প্রধান উদ্দেশ্যই হলো রাজবাড়ী শিশু চিত্রকলার সাথে জাতীয় ও আন্তর্জাতিক শিশু চিত্রকলার মধ্যে সেতুবন্ধন তৈরি করা ও তাদের মননশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে চারুকলা ও কারুকলার সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের সফল ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও রাজবাড়ীর চারুশিল্প ও কারুশিল্পকে সঠিকভাবে তুলে ধরে রাজবাড়ী চারুকলাকে সমৃদ্ধ করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু

প্রকাশের সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

 রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু হয়েছে। চিত্রশিল্পী রাজকুমার পাল এর প্রতিষ্ঠাতা। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলোচনায় অংশ নেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, চিত্রশিল্পী ও স্কুল শিক্ষক দিলীপ কর, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, অলিউল আযম তৈমুর, আলোকচিত্রী আব্দুল হালিম, চিত্রশিল্পী গোলাম আলী, কবি খোকন মাহমুদ, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, আবৃত্তিকার শশাঙ্ক সাহা, অ্যক্রোবেটিক প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, কবি বাবলু মওলা প্রমুখ।

এসময় শিল্পী রাজকুমার পাল বলেন, ২০০৬ সালে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর যাত্রা শুরু হয়েছিলো। দীর্ঘ সাত বছর সফলতার সাথে কার্যক্রম অব্যাহত রেখেছিলেন।  এই দীর্ঘ সাত বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ছয়শ জন ছাত্র-ছাত্রীকে সৃজনশীল মেধা বিকাশে চারুকলার প্রশিক্ষণ দিয়ে তাদের মননশীল করে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্ট এর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, মার্কস অলরাউন্ডার, বেঙ্গল গ্যালারি, দৃক গ্যালারি, সেফটিপিন গ্যালারি, কায়া গ্যালারি,  চীন, জাপান, কোরিয়া, মিতসুবিশি সহ বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। যাদের অনেকেই আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ফাইন আর্ট নিয়ে পড়াশোনা করছে। রাজবাড়ীতে তিনি একই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন।

তিনি আরও বলেন, আমরা গর্ববোধ করি কারন উপমহাদেশের প্রথম মুসলিম কার্টুনিস্ট কাজী আবুল কাসেম, প্রখ্যাত চিত্রশিল্পী  বাংলাদেশের ট্যাপিস্ট শিল্প মাধ্যমের সার্থক প্রবর্তক রশিদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিরশিল্পী মনসুর উল করিমের মতো গুণী শিল্পী রাজবাড়ীতে জন্মগ্রহণ করছেন। কিন্তু একথা সত্যি যে রাজবাড়ী জেলার বিশেষ করে শিশু চিত্রকলা অনেক পিছিয়ে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ এখানকার বেশিরভাগ প্রশিক্ষকের চারুকলা বিষয়ে প্রাতাষ্ঠানিক কোন শিক্ষা নেই। শিল্পী মনসুর উল করিম ব্যাপারটা বুঝতে পেরে বুনন আর্ট স্পেসে শিশুদের নিয়ে কাজ শুরু করেছিলেন। রাজবাড়ীতে উজ্জ্বল একাডেমি অব ফাইন আর্টের নতুন করে শুরু করার প্রধান উদ্দেশ্যই হলো রাজবাড়ী শিশু চিত্রকলার সাথে জাতীয় ও আন্তর্জাতিক শিশু চিত্রকলার মধ্যে সেতুবন্ধন তৈরি করা ও তাদের মননশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে চারুকলা ও কারুকলার সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের সফল ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও রাজবাড়ীর চারুশিল্প ও কারুশিল্পকে সঠিকভাবে তুলে ধরে রাজবাড়ী চারুকলাকে সমৃদ্ধ করা।