Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সওজ ও বিআরটিএ’র কাঁধেও পড়বে’ সন্তান-প্রতিবেশীকে ইসলাম শিক্ষা দেওয়ায় উইঘুর নারীর ১৭ বছরের কারাদণ্ড ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না: গণশিক্ষা উপদেষ্টা ‌‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন জিয়া, আরেক দল পাকিস্তানের পক্ষ নিয়েছিল’ ২০০ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি-না সময় বলে দেবে: সিইসি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির

পাচার হওয়া অর্থ ফেরাতে দরকার হলে কমিশন দেওয়া হবে: গভর্নর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 8

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। বড় অংকের অর্থ ফেরাতে কমিশনও দেওয়া হবে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠাতব্য ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকখাতে আমাদের দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠেছি। রেমিট্যান্স গত ৬ মাসে গড়ে ২৬ শতাংশ করে আছে। ৬ মাসে এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি হয়েছে ২.৫ বিলিয়ন ডলার। আমরা একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছি।

তিনি বলেন, বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। আগে টাকা দুবাই থেকেই পাচার হয়ে যেত। এখন সুশাসন হওয়ায় টাকা পাচার থেকে রক্ষা পেয়েছি। এখন রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি।

সৌদি আরব থেকে দুবাই হয়ে টাকা বাংলাদেশে আসছে। সরাসরি বাংলাদেশে টাকা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মানুষকে ব্যাংকের ওপর আস্থা বাড়াতে হবে। তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি। আমরা বিদেশের আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি। অবশ্য সেজন্য আমাদের বিদেশের আইনেও টিকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাচার হওয়া অর্থ ফেরাতে দরকার হলে কমিশন দেওয়া হবে: গভর্নর

প্রকাশের সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। বড় অংকের অর্থ ফেরাতে কমিশনও দেওয়া হবে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠাতব্য ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকখাতে আমাদের দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠেছি। রেমিট্যান্স গত ৬ মাসে গড়ে ২৬ শতাংশ করে আছে। ৬ মাসে এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি হয়েছে ২.৫ বিলিয়ন ডলার। আমরা একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছি।

তিনি বলেন, বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। আগে টাকা দুবাই থেকেই পাচার হয়ে যেত। এখন সুশাসন হওয়ায় টাকা পাচার থেকে রক্ষা পেয়েছি। এখন রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি।

সৌদি আরব থেকে দুবাই হয়ে টাকা বাংলাদেশে আসছে। সরাসরি বাংলাদেশে টাকা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মানুষকে ব্যাংকের ওপর আস্থা বাড়াতে হবে। তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি। আমরা বিদেশের আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি। অবশ্য সেজন্য আমাদের বিদেশের আইনেও টিকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।