Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

তাসনিম মীম-এর কবিতা ‘জীবন পাতা’

তাসনিম মীম
  • প্রকাশের সময় : ১২:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 11

তোমার জালিকা বিন্যাস জুড়ে
কত গল্প আছে লিখা
কিছু গল্প জানা কিছু কিছু অজানা।
তোমার শিরা-উপশিরা জুড়ে দ্রোহ, গ্লানি, হতাশা
তোমার সুখ পাখিকে ধরার জন্য আজ মনুষ্য জাতির আমৃত্যু প্রতিযোগিতা।

তোমার পত্রগর্ভে বিলীন হয়ে গেছে
মহাকাব্য, মহাকাল
তোমার সুখপাখিগুলো আজও আঁকড়ে ধরতে চায় তোমার এক টুকরো ঢাল,
নতুন দিনের সূর্য নিয়ে আসুক নতুন প্রত্যাশা
একটাই তো জীবন পাতা।।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাসনিম মীম-এর কবিতা ‘জীবন পাতা’

প্রকাশের সময় : ১২:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

তোমার জালিকা বিন্যাস জুড়ে
কত গল্প আছে লিখা
কিছু গল্প জানা কিছু কিছু অজানা।
তোমার শিরা-উপশিরা জুড়ে দ্রোহ, গ্লানি, হতাশা
তোমার সুখ পাখিকে ধরার জন্য আজ মনুষ্য জাতির আমৃত্যু প্রতিযোগিতা।

তোমার পত্রগর্ভে বিলীন হয়ে গেছে
মহাকাব্য, মহাকাল
তোমার সুখপাখিগুলো আজও আঁকড়ে ধরতে চায় তোমার এক টুকরো ঢাল,
নতুন দিনের সূর্য নিয়ে আসুক নতুন প্রত্যাশা
একটাই তো জীবন পাতা।।