দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা সরকারে যেতে চাই: মঈন খান
- প্রকাশের সময় : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / 12
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা (বিএনপি) যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই। তাহলে দেশ শাসন নয়, মানুষের সেবা করবো। আমরা সরকারে যেতে চাই জনকল্যাণ বিষয়ক কাজ করার জন্য। এ দেশের কোটি কোটি দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন রাতে গায়ে জড়ানোর জন্য শীতের কাপড় নেই। একটি সোয়েটার বা চাদর তাদের গায়ে দেওয়ার মতো নেই। তাই আজকে আমরা এই সব দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। পুরো শীতের সময়টা আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো।
তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হয়। আর আমরা (বিএনপি) যদি সেই জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তাহলে এই বাংলাদেশে যাতে একজন দরিদ্র মানুষও না থাকে সেটা নিশ্চিত করবো।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যারা গত ১৫ বছর দেশ শাসন করেছে, তারা দেশের মানুষের কল্যাণের পরিবর্তে হাজার-হাজার কোটি টাকা লোপাট করেছে। সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে। তারা এখন কষ্টে দিনানিপাত করছে।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন খানের (ভিপি মনির) সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা বাবুল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শা শানু, পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুর সাত্তার, বিএনপি নেতা আলফাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।