ঢাকা ওয়াসায় পাস ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা
- প্রকাশের সময় : ০৯:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 20
নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। এরই অংশ হিসেবে ঢাকা ওয়াসায় পাস ব্যতীত বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না।
ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৩০ ডিসেম্বর জারি এই আদেশে বলা হয়েছে, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে ঢাকা ওয়াসা ভবনসহ ঢাকা ওয়াসার সকল অফিস/বিভাগ/দপ্তর/ জোন/প্রকল্প অফিসসমূহ ও স্থাপনায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার জন্য নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ প্রতিপালনের নির্দেশনা প্রদান করা হলো :-
১. ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত কোনো ব্যক্তি ওয়াসার পাস ব্যতিত প্রবেশ করতে পারবে না।
২. ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীরা আইডি ব্যতীত ওয়াসা ভবনে প্রবেশ করতে পারবেন না। অনতিবিলম্বে ডিজিটাল এ্যাক্সেস কন্ট্রোল/ডিজিটাল গেটপাস চালু করতে হবে।
৩. আগত ভিজিটরদেরকে অস্থায়ী আইডি প্রদান করতে হবে, যা ভিজিটররা দৃশ্যমান রাখবেন।
৪. ঢাকা ওয়াসা ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পরামর্শক ও কর্মকর্তা/কর্মচারী যারা ভবনে অফিস করেন, দ্রুত তাদের অনুকূলে অস্থায়ী পাস প্রদান করা হবে।
৫. ঢাকা ওয়াসার সকল স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিন-রাত সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করতে হবে।
৬. ওয়াসা ভবনে অনতিবিলম্বে নিরাপত্তা সুইপিং করতে হবে।
৭. ওয়াসা ভরনে আধুনিক অগ্নি নিরাপত্তা সিস্টেম চালু করতে হবে।
আদেশে বলা হয়, এসব নির্দেশনাবলি ঢাকা ওয়ানার কেপিআইসহ সকল বিভাগ/দপ্তর/জোন ও ওয়াসার বিভিন্ন স্থাপনার জন্য প্রযোজ্য হবে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হলো।