ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাংশা -বালিয়াকান্দি-কালুখালী ছাত্র কল্যাণ সমিতির যাত্রা শুরু
- প্রকাশের সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 38
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাংশা -বালিয়াকান্দি কালুখালী ছাত্র কল্যাণ সমিতি নবীনবরণ অনুষ্ঠান ও বারবিকিউ পার্টি মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছে। ২ জানুয়ারি অপরাজেয় বাংলার সামনে থেকে নতুন করে যাত্রা শুরু করে সংগঠনটি। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির গঠনের কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক রিপন মাহমুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সংগঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ় হবে এবং সকল বৈষম্য দূর করে একতাবদ্ধ হয়ে সংগঠনের ও সর্বোপরি নিজের জেলার মানকে আরো সমৃদ্ধ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাংশা -বালিয়াকান্দি কালুখালী ছাত্র কল্যাণ সমিতির কমিটিতে আল মামুন সৈকতকে সভাপতি ও শিমুল ভদ্রকে সাধারণ সম্পাদক ও রাশেদ মাহমুদ কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
এরা হলেন সহ-সভাপতি মো. রাসেল মোল্লা, মো. কাউসার হোসাইন , মো আল আমিন, ওমর ফারুক , সামিহা,আবিদা সুলতানা পুষ্প, মেহেদী হাসান,মো নাসিম,তিথী বড়াই আরিফা সুলতানা রিপা।
যুগ্ম-সাধারণ সম্পাদক :পার্থ বিশ্বাস, আরমিন আক্তার ,আব্দুল রাজ্জাক ,বাধন দাস, নীতু সাহা, আরমান হোসেন
সাংগঠনিক সম্পাদক :মো রাশেদ মাহমুদ ,সুমি বিশ্বাস ,শাফিন হোসেন
ইফতেখার আহমেদ,আল আমিন বিশ্বাস
দপ্তর সম্পাদক : সুলতান মাহমুদ
উপ-দপ্তর সম্পাদক : ফয়সাল আহম্মেদ, অর্থ সম্পাদক : আল আমিন শেখ
উপ- অর্থ সম্পাদক : জান্নাতুল ফেরদৌস,প্রচার প্রকাশনা সম্পাদক: শাহাদাত হোসাইন ,ক্রিয়া সম্পাদক : মেহেদী হাসান তানিম,সংস্কৃতি সম্পাদক : রুবায়েত সুলতানা ঔশী,শিক্ষা ও পাঠচক্র বিষায়ক : আশা লতা ,বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক :উম্মে সামিহা দৃস্টি ,সমাজ সেবা সম্পাদক: সানজিদা ইসলাম জারা,আপ্যায়ন বিষয়ক সম্পাদক : আহাদ আলী ,ধর্ম বিষয়ক সম্পাদক: মো আশিক,ছাত্রবৃত্তি সম্পাদক: তানজিমুল ইসলাম,ছাত্রী সম্পাদক : শিমু খাতুন ,সহ-সম্পাদক :প্রীয়ন্তী দত্ত অন্তি সিকদার,মোজাহিদ কোরেশী নিশান ,নির্বাহী সদস্য :মিতা মন্ডল ,নাজিলা হোসাইন অধোরা ,পিও দত্ত।
কমিটিতে দশ জন সহ-সভাপতি, ছয় জন যুগ্ম সাধারণ সম্পাদক, চারজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আল মামুন সৈকত জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন তিন উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করবে সর্বোপরি শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কাজ করবে।
সাধারণ সম্পাদক শিমুল ভদ্র বলেন, এটি একটি রাজনৈতিক মুক্ত সংগঠন। আমাদের কাজ হবে সকল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চেতনার উদ্ভাবন করা।