রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
- প্রকাশের সময় : ১০:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
ব্যক্তি পর্যায়ে ও কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার সময় আরও একমাস বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী ৩১ জানুয়ারি আয়কর রিটার্ন ও কোম্পানি করদাতাদের জন্য ১৫ ফেব্রুয়ারি পুননির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথক দুটি আদেশে এ তথ্য জানিয়েছে।
চলতি ডিসেম্বর মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দেওয়ার সময় ছিল। এটা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হলো। আয়কর রিটার্ন দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হলো। এর আগে ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এরপর মঙ্গলবার আরও এক মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হলো।
এনবিআরের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতীত সকল করদাতা ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস ৩১ ডিসেম্বর তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হলো।
এনবিআরের অপর এক আদেশ কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার সময়ও এক মাস বৃদ্ধি করা হয়। কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার শেষ তারিখ রয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। এক মাস বাড়িয়ে কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার শেষ তারিখ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি।