তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরো কমবে
- প্রকাশের সময় : ১২:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 23
দেশের তিন জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরো কমবে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া আজ ও আগামীকাল শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ দিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, আগামী রবিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এদিকে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমেছে। ফলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ বেশি বিপাকে পড়েছেন। আজ সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও যশোরে ১০ দশমিক ৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ৭ ডিগ্রি, কুষ্টিয়ার কুমারখালীতে ১১ ডিগ্রি, পটুয়াখালীর খেপুপাড়ায় ও দিনাজপুরে ১১ দশমিক ২ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ১১ দশমিক ৩ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাট ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।