Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ দিনে ড্রাগন সোয়েটারের দাম বাড়লো ৬৭ কোটি টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪০ জন সংবাদটি পড়েছেন

গেল সপ্তাহ বেশ অস্থিরতার মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এই বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ড্রাগন সোয়েটার। পাঁচ দিনে কোম্পানিটির শেয়ার দাম সম্মেলিতভাবে বেড়েছে ৬৭ কোটি টাকার ওপরে।

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই কোম্পানিটির শেয়ার।

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৮ দশমিক ৫৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মেলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা।

এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ৩২ দশমিক ১৭ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৫৪ দশমিক ৭১ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ১২ শতাংশ আছে।

ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরালেক ইন্ডাস্ট্রিজ শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা-দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮ শতাংশ, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩ শতাংশ, গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঁচ দিনে ড্রাগন সোয়েটারের দাম বাড়লো ৬৭ কোটি টাকা

প্রকাশের সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

গেল সপ্তাহ বেশ অস্থিরতার মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এই বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ড্রাগন সোয়েটার। পাঁচ দিনে কোম্পানিটির শেয়ার দাম সম্মেলিতভাবে বেড়েছে ৬৭ কোটি টাকার ওপরে।

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই কোম্পানিটির শেয়ার।

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৮ দশমিক ৫৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মেলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা।

এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ৩২ দশমিক ১৭ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৫৪ দশমিক ৭১ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ১২ শতাংশ আছে।

ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরালেক ইন্ডাস্ট্রিজ শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা-দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮ শতাংশ, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩ শতাংশ, গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।